পরিচালক মহোদয়ের বাণী

“ তাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে, হে আমাদের বর! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর, আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা কর।”
রাসুলু্ল্লাহ (সা:) কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাদান করেছেন। তিনি বলেন আমার রব আমাকে তা’লিম দিয়েছেন, তা কতইনা উত্তম শিক্ষা এবং আমার রব আমাকে তারবিয়াত করেছেন, তা কতইনা শ্রেষ্ঠ তরবিয়াত। (মুসনাদে আহমাদ)

পবিত্র কুরআনের এ দিক নির্দেশনাকে সামনে রেখে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, সেটাই প্রকৃত শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থা মানুষকে পরনির্ভরশীল করে তৈরি করে তা যেমন ইসলামী শিক্ষা নয়, তেমনি যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানবতা বিবর্জিত করে পশুতে রূপান্তরিত করে তাও কোন শিক্ষা হতে পারে না। ইসলামি ও আধুনিক শিক্ষা ব্যবস্থই মানুষকে আত্মনির্ভরশীল, আল্লাহভীরু, সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলে। আর এ শিক্ষা ব্যবস্থা দ্বারাই দুনিয়া এবং আখেরাত সুন্দর হতে পারে, অন্যথায় নয়।
ইকরা মডেল মাদরাসা একটি ইসলামি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামি ও আধুনিক শিক্ষার ব্যস্তব সমন্বয় সাধন করে ইসলামি আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠান সম্পূণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে। ইসলামি জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য অর্থনীতি, রাষ্ট্রনীতি ও সমাজনীতি এসব ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলি সমৃদ্ধ আদর্শ মুসলিম নাগরিক রূপে গড়ে তুলে নিদারুন আদর্শিক দীনতা ও নৈতিক বিপর্যয় থেকে উম্মাহর বভিষ্যত বংশধরকে রক্ষা করে নবী মুহাম্মদ (স:) এর প্রকৃত অনুসারী আলেমে দ্বীন ও দেশ প্রেমিক যোগ্য সুনাগরিক তৈরীর বাস্তব উদ্যেগই হচ্ছে ইকরা মডেল মাদরাসা

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাকে যুগ সচেতন আলেশে দ্বীন আন্তর্জাতিক মানের, দ্বীন ইসিলামের একনিষ্ঠ খাদিম ও সত্যিকার দাঈ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে ইকরা মডেল মাদরাসা তাই শিক্ষাবিদ তাঁর মেধা ও শিক্ষার আলো দিয়ে, বুদ্ধিজীবি তাঁর বুদ্ধিমত্তা দিয়ে, অভিভাবকগণ তাদের তাদের সুচিন্তিত পরামর্শ দিয়ে এ প্রতিষ্ঠানটিকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগীতা করবেন এটাই আমাদের প্রত্যাশা। প্রতিষ্ঠানের এ মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে করুনাময় আল্লাহ তা’লার রহমত আমাদের একমাত্র ভরসা ও পাথেয়। তাই সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক মানের আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইকরা মডেল মাদরাসা বেছে নিতে পারেন। আপনার সন্তানকে গড়ে তোলার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্ঠাকে অব্যাহত রাখব ইনশাআল্লাহ আল্লাহ তা’য়ালা আামাদের কার্যক্রম কবুল করুন। আমীন।

© All rights reserved © 2021-2023 ইকরা মডেল মাদরাসা
Design & Developed BY ThemesBazar.Com